363 দেখেছে
পূর্বে "যৌন ও ব্যক্তিগত সমস্যা " বিভাগেকরেছেন (15 পয়েন্ট)
বীর্যপাত হলে শরীর থেকে পুষ্টি,শক্তি ও ক্যালসিয়ামের অভাব হয় কি?

1 টি উত্তর

  1. raj12০৮ অক্টম্বর ২০২০

    গবেষকরা ল্যাবরেটরিতে টেস্টটিউবে কাচের মধ্যে পরিক্ষা করে দেখেছেন যে, শুক্র ব্যতীত অন্যান্য যেসব উপাদান বীর্যে পাওয়া যায় তার ৯০ শতাংশই তরল পানি জাতীয় উপাদান। এছাড়াও বীর্যে থাকে সুগার বা গ্লুকোজ যা কি না শুক্রাণুর কার্যকারিতা ও বলিষ্ঠতার জ্বালানি স্বরূপ। বীর্যে আরো থাকে ক্ষারীয় উপাদান। প্রোস্টেট গ্ল্যান্ডের কিছু পরিমাণ এনজাইম ও কিছুমাত্রায় ভিটামিন সি, কিঙ্ক এবং থাকে কোলেস্টেরল। বীর্য থলি পরিপূর্ন হয়ে গেলে বীর্য যে কোন মাধ্যমে বাইরে বের হয়ে যায় শরীর থেকে। সুতরাং বীর্যপাত হলে শরীর থেকে পুষ্টি, শক্তি , ক্যালসিয়াম, ভিটামিন এর অভাব হয়ে যায় এটা সম্পর্ন ভুল ধারনা। এটা স্বাভাবিক। তবে হ্যাঁ.. হস্তমৈথুনের ফলে অতিরিক্ত বীর্যপাত হলে তখন এটা শরীরের জন্য ক্ষতিকর ও অস্বাভাবিক। কি পরিমান ক্ষতি বা শরীরের জন্য অবনতি সেটি নির্ভর করে বীর্যপাত এর পরিমান এর উপর। অধিক বীর্যপাত এর ফলে অধিক পরিমান ক্ষতি।

48 টি প্রশ্ন করা হয়েছে
বর্তমান 38 জন নিবন্ধিত সদস্য
ধন্যবাদ-
সাথেই থাকবেন।